বুধবার, ১৬ মে, ২০১২

ইসলামের ভিতরে নতুন নতুন এবাদত

বিদআত কি?
শারিয়াতের পরিভাষায় কোরআন ও সহীহ হাদিসে নাই কিন্তু সমাজে কিছু এবাদত চালু আছে এইসব নতুন এবাদতকে (যে এবাদত গুলো আল্লাহ ও আল্লাহর রাসুল (সঃ) থেকে আসেনি, সুবিধাবাদী কিছু আলেম নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ইসলামের ভিতরে চালু করে) বিদআত বলে। যেমন ঃ-

    মাযহাব মানা/মুসলিমদের ভিতরে দলাদলি করা

    শবে বরাত পালন করা

    শবে মেরাজ পালন করা

    লাইলাতুল কদর (শেষের দশদিন বাদ দিয়ে) নির্দিষ্ট একটি রাত এবাদত করা

    ঈদ-এ-মিলাদুন্নবী/নবীর (সঃ) জন্মদিন পালন করা

    মিলাদ

    বাৎসরিক/সিজেনিয়াল ওয়াজ মাহফিল করা

    ওজুর ভিতরে সম্পূর্ন মাথা মাসেহ না করা ও ঘাঢ় মাসেহ করা

    রসুলুল্লাহ্ (সঃ)-এর সহীহ হাদিসের বিপরীতে সলাত আদায় করা

    সলাত শেষে সম্মিলিতভাবে দুইহাত তুলে দু’য়া করা

    বিশ রাকআত তারাবীহ্ সলাত আদায় করা

    আখেরী চাহার সোম্বা

    ছাবিনা খতম

    কোরাণ খতম করে বকসে্ দেওয়া

    মৃতু ব্যক্তির কাছে বসে কোরাণ খতম করা

    মৃতু ব্যক্তির নামে চল্লিশা পালন করা

    পীর/ফকির/সুফি/দরবেশ পূজা করা

    মাযার/কবর/দরগাহ পূজা করা

    ওরশ্ করা

    মাদ্রাসায় শিক্ষা নিয়ে টাইটেল (মাওলানা, মুফতি ইত্যাদি) নেওয়া

ইত্যাদি, ইত্যাদি-

রাসুল তোমাদের যা কিছু (অনুমতি) দেয় তা তোমরা গ্রহন কর, এবং সে যা কিছু নিষেধ করে তা থেকে বিরত থাকো;
সুরা-হাশর, আয়াত-৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন