মঙ্গলবার, ১৫ মে, ২০১২

রাসূল (স) এর অনুসরন


হে মুসলিম শুধু আল-কোর-আন বা আল-হাদীস বলে বলে ইসলামের ক্ষতি করেছে এক শ্রেণীর মানুষ

রেফারেন্স দিলে সবচেয়ে ভালো হয়, যেমন :
রাসুল তোমাদের যা কিছু (অনুমতি) দেয় তা তোমরা গ্রহন কর, এবং সে যা কিছু নিষেধ করে তা থেকে বিরত থাকো;
সুরা-হাশর, আয়াত-৭

হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ থেকে বর্ণিত। নবী কারীম সাঃ ইরশাদ করেছেন-"তোমরা তোমাদের ছলাত (নামায)-এর কিছু অংশ [যেমন-সুন্নাত ও নফল নামায] ঘরে পড়। আর তোমাদের ঘরকে কবর বানিওনা। (কবরের মত আমলহীন বানিওনা।);
সহীহ বুখারী, হাদিস নং-৪২২, সহীহ মুসলিম, হাদিস নং-১৮৫৬, মুসনাদে আহমাদ, হাদিস নং-৪৬৫৩

এবং হাদীস যেন সহীহ হয়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন