মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

“ঈমান-১”

ঈমান কি জিনিষ? তা অনেকের ঠিকমত জানা নাই।

এই ঈমান যারা এনেছে তাদের মূলতঃ ঈমান ঠিক নাই, তাদেরকে কুরাণ ও সহীহ হাদীস থেকে পড়ে, জেনে, বুঝে ঈমান আনতে হবে। না হলে জমিন থেকে আসমান পর্যন্ত ছোয়াবের পাহাড় গড়ে ফেললেও তা কোনো কাজে আসবেনা।

আল্লাহর উপর ঈমান আনতে হবে, তা এনেছি!!ঃ-
ছোট থাকতে মা, বাবা বলেছে আল্লাহ একজন আছে। কোথায় আছে, কি করে এগুলা বড় হয়ে জানতে পেরেছি, পড়ার বইয়ে, আর এক শ্রেণীর হুজুরদের কাছ থেকে, কি জেনেছি? আল্লাহ নিরাকার ও সর্বত্য বিরাজমান। আল্লাহর কুদরতি শক্তি আছে। এটার রেফারেন্স কুরাণ ও সহীহ হাদীসে নাই।
তা আছে অনুশদ, বেদ, পুরাণেঃ- ব্রহ্মা দ্বীতিয়া নাস্তি, ব্রহ্মা নিরাকার  ও সর্বত্য বিরাজমান। (ব্রহ্মা দুই বা দুইয়ের উপরে যে বলে সে নাস্তিক, ব্রহ্মা একজন। ব্রহ্মা নিরাকার, যার কোনো আকার কাকৃতি কিছুই নাই। সর্বত্য বিরাজমান, সে সব জায়গায় বিরাজ করে, (সে ভালো জায়গাতেও বিরাজ করে আবার খারাপ জায়গাতেও বিরাজ করে), হিন্দু ধর্ম শিক্ষা, ক্লাশ নবম, দশম শ্রেণী

ফিরিস্তার উপর ঈমানঃ-
ফিরিস্তা দেখা যায় না তারা আল্লাহর হুকুম পালন করে।

কিতাবের উপর ঈমানঃ-
আল্লাহ ১০৪ খানা কিতাব পাঠিয়েছেন তার মধ্যে ৪ খানা প্রধান ও বাকী ১০০ খানা সহীফা, ৪ খানার মধ্যেঃ-
প্রথম ঃ- তাওরাত মুসা (আ:)-এর উপর, তা বিকৃত হয়েছে।
দ্বীতিয় ঃ- জবুর, দাউদ (আ:)-এর উপর তা বিকৃত হয়েছে।
তৃতীয় ঃ- ইন্জিল, ঈসা (আ:) উপর তা বিকৃত হয়েছে।
চতুর্থ ঃ- ফোরকান, মুহাম্মাদ (স:)-এর উপর নাজিল হয়েছে তা এখনও বিকৃত হয়নি কেয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন।
কিছু মানুষ কুরাণ আরবিতে সুর করে পড়ে, চুমুখেয়ে দামী গেলাফ দিয়ে মুড়ে রেখে দেয়। বুঝে পড়ার এতটুকু চেষ্টাও করেনা আরো বলে বেশী বুঝা ভালো না, বেশী বুঝলে আমল বেশী করতে হবে, কম বুঝলে কম আমল করতে হবে। আবার কেউ কেউ কুরাণকে তাবিজ হিসাবে ব্যবহার করে, তাতে তার রোগ-বালাই দুর হবে, ইত্যাদি।

রাসুলের উপর ঈমানঃ-
মুহাম্মাদ (স:) আল্লাহ বান্দা ও রাসুল, তিনি (স:) আমাদের জন্য উম্মাতি উম্মাতি করে কেদেছেন এবং হাশরের মাঠেও কাদবেন ও আমাদের জন্য আল্লার কাছে সুপারিশ করে জান্নাতে নিবেন।

তাকদীরের উপর ঈমানঃ-
আল্লাহ আমাদের তাকদীর লিখে দিয়েছেন যা লিখে দিয়েছেন তাই হবে।

হাশর ও নাশর উপরে ঈমানঃ-
আল্লাহ একদিন হাশরের মাঠ করবেন, ওখানে বিচার হবে, আমরা যারা ঈমান এনেছি তারা জান্নাতে যাবো, আর যারা ঈমান আনেনি তারা জাহান্নামি হবে।