বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২

ফরজ গোসলের পদ্ধতিঃ



সর্ব প্রথম লজ্জা স্থান ভালো করে ধুয়ে নিন তারপর পা ধুয়া ব্যতীত ওজু করুন তারপর দুহাত ভিজিয়ে মাথার চুল গুলো মাসেহ্ করুন তারপর ডানহাতে এক অন্জলী পানি নিয়ে ডান সাইডের চুল গুলো ভিজিয়ে নিন তারপর বামহাতে এক অন্জলী পানি নিয়ে বাম সাইডের চুল গুলো ভিজিয়ে নিন তারপর এক অন্জলী পানি নিয়ে মাথার মাঝখানে ঢেলে চুলগুলো রগড়ে রগড়ে ডলুন যাতে চুলের গোড়া পর্যন্ত ভালো করে ভিজে যায় তারপর মাথায়, গায়ে পানি ঢালুন। গোসল হয়ে গেলে কাপড় পাল্টিয়ে দু পায়ে আঙ্গুল দিয়ে ভালো করে খিলাল করে ধুয়ে ফেলুন, গোসল করা ও শরীর মুছার সময়ে লজ্জাস্থানে সরাসরী যেন হাত না লাগে তাহলে ওজু ভাঙ্গবে না এই ওজুতেই আপনি ছলাত (নামাজ) আদায় করতে পারবেন; বুলুগুল মারাম, মেশকাত-ওজু ও গোসল অধ্যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন