বুধবার, ১৬ মে, ২০১২

কোনটা ঠিক রসুলুল্লাহ (স:) ছলাত?

তোমরা ছলাত আদায় কর

যেভাবে আমাকে ছলাত আদায় করতে দেখো

-সাহীহ বুখারী

হে লোক সকল আমাদের সমাজে এক একজন একেক ভাবে ছলাত আদায় করতে দেখা যায় কারণ কি?
আল্লাহতায়ালা একেক সম্প্রদায়কে একেকভাবে ছলাত আদায় করতে বলেছেন? নাকি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলায়হি ওয়াছাল্লাম বলেছেন?

  • হানাফি সম্প্রদায় ইমাম আবু হানিফার (রহ:) ফতোয়া অনুযায়ী ছলাত আদায় করে

  • মালেকি সম্প্রদায় ইমাম মালিকির (রহ:) ফতোয়া অনুযায়ী ছলাত আদায় করে

  • শাফেয়ী সম্প্রদায় ইমাম শাফেয়ীর (রহ:) ফতোয়া অনুযায়ী ছলাত আদায় করে

  • হাম্বলী সম্প্রদায় আহমদ ইবনে হাম্বলী (রহ:) ফতোয়া অনুযায়ী ছলাত আদায় করে

  • শিয়া সম্প্রদায় একভাবে ছলাত আদায় করে

  • আহলে হাদিস/সালফে সালেহীন/লামাজহাবি/মুহাম্মাদী/ওহাবী যারা তারা আরেকভাবে ছলাত আদায় করে এদের ভিতরে কোনটা ঠিক রসুলুল্লাহ (স:) ছলাত?

     

  • যে ছলাত - মানুষের চরিত্র সংশোধন করে

  • যে ছলাত - খারাপ মানুষকে ভালো মানুষে রূপান্তরিত করে

  • যে ছলাত - পাপ কাজ থেকে বিরত রাখে


আমরা একটু বিবেক ও বুদ্ধি খাটালে এবং একটু চেষ্টা করলেই পেতে পারি রসুলুল্লাহ (স:) ছলাত
যে ছলাত অনন্ত জীবনের চাবিকাঠি…

আসুন কোরান ও সহীহ হাদিস থেকে জেনে নেই আমি ও আমরা যে ছলাত আদায় করি তা রসুলুল্লাহ (সঃ)-এর ছলাতের মত হয় কিনা?

যদি না হয় তাহলে সে ছলাত কবুল হবে না

কারনঃ
রসুলুল্লাহ (সঃ) কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য মডেল স্বরুপ, তিঁনি সমগ্র মুসলিম উম্মাহর জন্য একভাবে ছলাত শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা দেখি অনেক রকমভাবে ছলাত আদায় হচ্ছে এই ছলাতের ভিতরে কে বা কারা মডিফাই করেছে কেন করেছে (এবাদতের ভিতরে মডিফাই করানো হয় নবী (আঃ)-গণদেরকে দিয়ে, রসুলুল্লাহ (সঃ) পর কোনো নবী এসেছে কি?) তাদের উদ্দেশ্য কি? আজকে যাদের নাম দিয়ে ছলাতের ভিতরে ভিন্নতা আনা হ'ল তারা কি ছাহাবা (রাঃ)-দের চাইতেও মরতবার দিক দিয়ে বড়? আল্লাহর পাঠানো মডেল (সঃ)কে অনুসরণ করা বাদ দিয়ে অধীকাংশ মানুষ কাকে অনুসরণ করছে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন