বৃহস্পতিবার, ৭ জুন, ২০১২

নাপাকী থেকে পবিত্র হওয়ার সঠিক নিয়ম জানুন এবং ক্ববর আযাব থেকে বাঁচুন

পবিত্রতার নির্দেশ

সলাতের জন্য পবিত্রতা অর্জন করা ফা্রয; সুরা আন-নিসা ৪৩
অপবিত্র শরীরে, কাপড়ে ও বিছানা পত্রে সলাত হয় না; মিশকাত হাঃ ২৬২

যেসব কারণে শরীর নাপাক হয় এবং গোসল ফারয হয়

১। সহবাস করলে
২। স্বপ্নদোষ হলে
৩। স্বপ্নের কথা স্মরণ থাকুক বা না থাকুক শরীরে, কাপড়ে বা বিছানায় বীর্যের চিহ্ন দেখতে পেলে
৪। স্বামী-স্ত্রীর মিলন হলে বীর্যপাত হোক বা না হোক
৫। এছাড়া মহিলাদের মাসিক ঋতুস্রাব (হায়িয) বন্ধ হলে
৬। নিফাস (সন্তান প্রসবের পার যে রক্তস্রাব হয়) বন্ধ হলে
৭। স্ত্রী-পুরুষ কারও উত্তেজনার সাথে বীর্য বের হলে ফারয গোসল ছাড়া সলাত হবে না।

উল্লেখ্য, কেউ ইসলাম গ্রহণ করলে, মুর্দাকে গোসল দিলে এবং জুমু'আর সলাতের জন্য গোসল করা সুন্নাত। (মিশকাত হাঃ ৪১৫, ৪১৯, ৪২১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন