সোমবার, ১১ জুন, ২০১২

পবিত্রতা সম্পর্কিত কতকগুলো জরুরী বিষয়

১। দুধ পানকারী ছেলে শিশু যদি শরীর কিংবা কাপড়ে প্রস্রাব করে ফেলে তবে তা ধোয়া আবশ‌্যক নয়। সে ক্ষেত্রে শুধু পানি ছিটিয়ে দিলেই পবিত্র হয়ে যায়। কিন্তু মেয়ে শিশু প্রস্রাব করলে ধোয়া ব্যতীত পবিত্র হয় না।
(তিরমিযী হাঃ ৫৭০)

২। বীর্য যুক্ত কাপড় ধোয়ার পরও যদি দাগ পড়ে থাকে তাহলে তাতে কোন ক্ষতি নেই।
(বুখারী হাঃ ২২৬)

৩। জুতায় নাপাকী লাগলে মাটিতে উত্তমরূপে ঘষলেই তা পবিত্র হয়ে যায়, অনুরূপ নাপাক জায়গা দিয়ে চলার কারণে যদি কোন মহিলার কাপড়ে নাপাকী লাগে সেক্ষেত্রে পবিত্র মাটির উপর দিয়ে চলার সময় কাপড়ের আঁচল মাটি স্পর্শ করলেই তা পবিত্র হয়ে যায়।
(মিশকাত হাঃ ৪৬৯)

৪। কোন জিনিসে নাপাকী লাগলে সে নাপাকী যুক্ত অংশটুকু উত্তমরূপে ধুয়ে দেয়াই যথেষ্ট। সম্পূর্ণ অংশ ধোয়া জরুরী নয়।
(তিরমিযী হাঃ ১১০)

৫। ঘুম থেকে জেগে উঠা ব্যক্তি ওযু করার পূর্বে প্রথমে তিনবার হাত ধুয়ে নিয়ে ওযুর পাত্রে হাত ঢুকাবে।
(মুসলিম হাঃ ৫৫৩, তিরমিযী হাঃ ১০৬)

৬। কোন পাত্রে কুকুর মুখ দিলে সে পাত্রটি সাতবার ধুতে হবে প্রথমে বা শেষে উত্তমরূপে মাটি দিয়ে ঘষে মেজে পানি দিয়ে ধুয়ে নিলেই তা পবিত্র হয়ে যাবে।
(তিরমিযী হাঃ ৮৮)

৭। বিড়ালের উচ্ছিষ্ঠ প্রবিত্র। সেহেতু বিড়ালের ব্যবহৃত পানি দিয়ে ওযু ও গোসল করা জায়িয।
(তিরমিযী হাঃ ৮৯)

৮। জুনুবী নাপাকী অবস্থায় কোন খাবার খেতে চাইলে ওযু করে নিতে হবে।
(তিরমিযী হাঃ ৫৭১)

৯। যে ঘরে কোন প্রাণীর ছবি ও কুকুর থাকে, সে ঘরে আল্লাহর রহমাতের মালাইকা (ফেরেশতা) প্রবেশ করে না।
(তিরমিযী হাঃ ২৭৪১)

১০। স্বামী-স্ত্রী একাধিকবার মিলনের ইচ্ছা করলে মধ্যবর্তী সময়ে লজ্জাস্থান ধৌত করে শুধু ওযু করলে চলবে।
(তিরমিযী হাঃ ১৩৬)

১১। প্রস্রাবের অসতর্কতার জন্যই ক্ববরে ভীষণ 'আযাব হয়। কাজেই প্রস্রাবজনিত নাপাকী থেকে সাবধান।
(বুখারী হাঃ ২১০)

১২। যে সকল জানোয়ারের গোশত খাওয়া হালাল, সে সমস্ত জানোয়ােরর প্রস্রাব-পায়খানা কাপড় বা শরীরে কিঞ্চিত লাগলে তাতে দোষ নেই। ধুয়ে নিলেই চলবে।
(তিরমিযী হাঃ ৪৮১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন